আমার ব্যক্তিসত্তা
লেখাটা না লিখে পারলাম না----
গতকাল বৈশাখের অপসংস্কৃতি পালন  নিয়ে একটা স্ট্যাস্টাস দিয়েছিলাম আমার যারা ফ্রেন্ড আছে অনেকেই তা দেখেছে কিন্তু যারা দেখেছে তারাই আজ সবার আগে বৈশাখ পালন করে, ছবি আপলোড করেছে যারা গা ঘেষে দাড়াবেন না বলে গলা ফাটিয়েছে তারাই আজ "কাছে আসার গল্প" লিখেছে লেখাটা তাদের জন্য নাসীহা--
♣চলুন না কুরআন এর একটি আয়াত দেখে আসি- সূরা আরাফ এর  ১৭৯ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন-"অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য অনেক মানুষ ও জিন। তাদের রয়েছে অন্তর তা দ্বারা তারা অনুভব করে না,তাদের রয়েছে চোখ তা দ্বারা তারা দেখে না,তাদের রয়েছে কান তা দ্বারা তারা শোনে না।তারা চতুষ্পদ জন্তুর মত,বরং তারা অধিক পথভ্রষ্ট। তারাই হচ্ছে গাফেল।"♣
তারা গতকালের  লেখাটা দেখেছে কিন্তু" অনুভব করেনি"  তারা দেখেছে কিন্তু "তা মানে নি"।আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার মত চতুষ্পদ প্রাণির কান আছে, চোখ আছে কিন্তু তারা কি কোনটা ভাল কোনটা মন্দ তা বুঝে। বুঝে না তাহলে আপনার আর একটা চতুষ্পদ প্রাণির মধ্যে পার্থক্য কোথায়??
তাহলে ত আপনি মানুষ নন একটা চতুষ্পদ প্রাণি এটা আমার কথা নয় কুরআনের কথা।
আর আপনি ভুল পথে আছেন আপনি অধিক পথভ্রষ্ট।আপনার কাছে কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ তা দিনের মত উজ্জ্বল তারপরও আপনি ভুল পথে পা বাড়িয়েছেন।আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না জানি না তারপরও আপনার কল্যাণের জন্য বলব যা জানেন তা মানার চেষ্টা করেন।ভুল পথে পা বাড়াবেন না এই পথটা রঙিন হতে পারে কিন্তু ভবিষ্যৎ টা উজ্জ্বল নয়।
আপনি ক্যারিয়ার সচেতন হতে পারেন কিন্তু এই বিষয়গুলোর ক্ষেত্রে বড়ই উদাসীন।
চাল চলনে খ্রিষ্টান তুমি,
হিন্দু তুমি সভ্যতায়,
এইতো সেই মুসলিম যাকে ইহুদী দেখেও লজ্জা পায়।
আল্লামা ইকবাল (রাহ্ঃ)
তাই আসুন অন্তর দিয়ে অনুভব করি আমি যেই কাজটা করছি তা কি ঠিক,তা কি আমাকে জান্নাতে নিয়ে যেতে সক্ষম। আর এমন  কাজ যেন না করি যাতে মানুষ হয়েও আমার মাঝে চতুষ্পদ প্রাণির বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।
★★সর্বশেষ একটা কথাই বলব এই লেখাটা পড়ার পরও অনেকেই মানুষ নামে চতুষ্পদ প্রাণি হিসেবে গণ্য হবে। আপসোস তাদের জন্য আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন।★★
No comments