নৈতিকতা ও সংস্কৃতি
হাজার
বছরের নামাজ পালনের বেলায় তোমার আলসেমি, কিন্তু সাত
সকালে উঠে বৈশাখ কে ডাকতে তোমার আলসেমি লাগেনা । ও লাগবে কেনো, সেখানে তো হাজার ললনাদের ভিড়, সেখানেই তো
তোমার কামুক চোখের স্বাদ মিটবে ।
বৈশাখ অপসংস্কৃতির আরেক নাম,নৈতিক মূল্যবোধ
অবক্ষয়ের আরেক নাম।কেউ জেনে আবার কেউবা না জেনে এই সংস্কৃতিকে আমরা লালন করছি,পালন করছি এই দিনে ইলিশ আর পান্তা না খেলেই নয়। তাই চলে যাই রমনার
বটমূলে, নেচে - গেয়ে পালন করি বর্ষবরন। এই বৈশাখ এ
শ্লীলতাহানির ঘটনা কিন্তু কম নয়,কম হবেই বা কেন কারন আপনি
যখন হারাম কাজে লিপ্ত থাকবেন এখানে হারাম ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক।
এটা
মুসলমানের সংস্কৃতি নয় এটা হিন্দুদের সংস্কৃতি কিন্তু এখানে মুসলমানদের সংখ্যাটাই
বেশি,যে লোকটিকে ফজরে ডেকে ওঠানো যায় না, সে
ব্যক্তি সবার আগে বর্ষবরন করার জন্য চলে আসে।
আমাদের লালন করার কথা ইসলামী সংস্কৃতি কিন্তু লালন
করছি অন্য সংস্কৃতি। আর এরপরও যদি বলি আমরা মুসলমান তাহলে বিষয়টা চিন্তার।হাদিসে
রাসূল বলছেন -" যে ব্যক্তি কোন সম্প্রদায় কে অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত
গন্য হবে"।(আবু দাউদ-৩৫১৪)
ভাববার বিষয় "যেই সংস্কৃতি আমাকে আপনাকে ধ্বংসের
পথে নিয়ে যায় সেই সংস্কৃতিকে আমরা কেমন করে পালন করি "
No comments