আপনার অন্তর কি জীবিত না মরে গেছে ভেবে দেখুন??
আমরা সবাই এক প্রতারণার জগতে বাস করি।যে ব্যক্তি দুনিয়ার পরিণাম সম্পর্কে চিন্তা-ভাবনা করে,সে অবশ্যই সর্তক ও সচেতন হয়।সফরের দীর্ঘ পথ সম্পর্কে যার রয়েছে নিশ্চিত বিশ্বাস, সে অবশ্যই পাথেয় সঞ্চয় করে,প্রস্তুতি গ্রহন করে।
অথচ আমরা সেই দীর্ঘ পথের পাথেয় সঞ্চয় না করে সাময়িক সময়ের রশাদি কেনায় ব্যস্ত।সাময়িক এই জীবনের জন্য কতকিছুই না করি,অদূর ভবিষ্যতের সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সবকিছুই করে রাখি যাতে সন্তান পৃথিবীতে আসলে কোন কষ্ট না পায়।
কিন্তু আপনি আপনার অদূর চিরস্থায়ী ভবিষ্যতের জন্য কি পাঠাচ্ছেন।মহান রাব্বুল আলামীন বলেন-"হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় কর; আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে; তোমরা আল্লাহকে ভয় কর। তোমরা যা কর নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত"।(সূরা হাশরঃ১৮)
কিন্তু আমি আপনি দীর্ঘ জীবনের জন্য কিছুই সঞ্চয় করছি না।হেলায় খেলায় সবকিছু উড়িয়ে দিচ্ছি।মনে করছি এই জীবনটাই মনে হয় শেষ।কিন্তু আল্লাহ বলছেন "আখিরাত সর্বোত্তম ও স্হায়ী"(সূরা আলা-১৭)
দুনিয়ার অনিশ্চিত বিপদের সামান্য আশংকা আপনাকে কাবু করে ফেলে কিন্তু আখিরাতের মত নিশ্চিত অনিবার্য বিষয় আপনার মাঝে প্রভাব ফেলছে না!!
আপনার হৃদয় কি জীবিত না মরে গেছে ভেবে দেখুন??

No comments